রাজধানী
অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের মিছিল
Deprecated: Function get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/bkotha24/public_html/wp-includes/functions.php on line 6114
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি। এতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। মিছিলে ঢাকা জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এদিকে, অবরোধের সমর্থনে রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করে স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়া, মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, জেড আই কামাল, ফয়সাল আহমেদ ও আলাউদ্দিন জুয়েলসহ অনেকে।