ক্রিকেট
বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি
Deprecated: Function get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/bkotha24/public_html/wp-includes/functions.php on line 6114
হতাশার এক বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল সাকিব আল হাসানের দল। তবে ৯ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ শেষেই গুঞ্জন ছিল, বিশ্বকাপ ব্যর্থতার অনুসন্ধানে তদন্ত কমিটি করবে বিসিবি। অবশেষে বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই এলো সেই ঘোষণা। তিন সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়েছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য, তারা এই টুর্নামেন্টে (বিশ্বকাপ ২০২৩) দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করবে এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করবে।
তিন সদস্যের অনুসন্ধান কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম এবং আকরাম খান। কমিটিতে এনায়েত হোসেন সিরাজ থাকবেন আহ্বায়ক হিসেবে।