- ঝালকাঠীর উওমনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এন্তার অভিযোগ!!!
- খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবেঃবরিশালে বিএনপি মহাসচিব
- কেন্দ্রীয় ছাত্রদল সদস্য মিন্টু আটক
- বরিশাল ঈদগাহ ময়দানে সমাবেশের অনুমতি পেল বিএনপি
- অনুমতি না পেলেও নগরীতেই সমাবেশ করবে বিএনপি
- দুদকের তদন্ত আতঙ্কে রাজনীতিকরা!
- ৩৩০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন
- বরিশাল আদালতের সেরেস্তাদার হারুনের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ
- কোতয়ালী বিএনপি’র সম্পাদক লাবু সহ আটক ২
- বলাৎকারের প্রতিশোধে খুন হয় বৈদ্যপাড়ার আজাদ
» ট্যারাচোখ…
Published: ০২. এপ্রি. ২০১৮ | সোমবার

সময়টা ঈসার এবং এটা ছিল তার পালা
তিনি ছিলেন মুসার আত্বা এবং মুসা তার।
ট্যার চোখা বাদশাহই কেবল তাদের আলাদা অস্তিত্ব দেখতেন।
ঈশ্বরের দুত,মুলত তারা ছিলেন অভিন্ন।
একদিন এক শিক্ষক তার ট্যারা ছাত্রকে ডেকে বলেন,আমার জন্য ওই বোতলটি নিয়ে এসো তো
ছাত্র পাল্টা প্রশ্ন করে কোন বোতলটি আনব আমাকে নির্দিষ্ট করে দিন।শিক্ষক রেগে গিয়ে বললেন ওখানে তো দুটি বোতল নেই?ট্যারা দৃষ্টিতে দেখা বন্ধ করো এবং একটিকে দুটি বানিও না।হে শিক্ষক আমাকে তিরষ্কার করবেন না,ছাত্রটি বলে।উওরে শিক্ষক বলেন ঠিক আছে তাহলে তুমি একটি বোতল ভেঙে ফেল।
বোতল তো আসলে একটিই ছিল এবং যখন তা ভেঙে ফেলা হল তখন আর কিছুই রইল না।
ক্রোধ এবং কামস্পৃহা মানুষকে ট্যারা করে দেয়
ওরা আত্বাকে ঢেকে ফেলে কালো মেঘের আবরনে,সত্য হারিয়ে যায়। স্বার্থের বিষয় যখন প্রধান হয়ে দাড়ায় তখন নীতি হারিয়ে যায়।
হাজারো অবগুন্ঠন জেগে ওঠে হৃদয়ে এবং দৃষ্টির ওপর।
সম্পাদনাঃরাইসুল ইসলাম অভি