- জাপা মুখ ফেরালেও নির্বাচন করবেন হিরো আলম!
- প্রভার ‘১ হাজার টাকা মাত্র’
- এবার আ.লীগের নির্বাচনী স্লোগান ‘গ্রাম হবে শহর’
- মেয়রের ফ্রী বাস সার্ভিস
- হায়রে পৃথিবী অকৃতজ্ঞের কাছে আমি মৃত?
- বাংলাদেশের নির্বাচন ও ভারত প্রসঙ্গ
- বরিশালের ৩ বিচারককে বদলী
- অভিযোগ উঠলেই বদলি না করার দাবি পুলিশের
- বরিশালে প্রতিপক্ষের হামলায় নিহত ১
- কোনো বন্ধনই স্থায়ী নয় তাদের!
» ট্যারাচোখ…
Published: ০২. এপ্রি. ২০১৮ | সোমবার

সময়টা ঈসার এবং এটা ছিল তার পালা
তিনি ছিলেন মুসার আত্বা এবং মুসা তার।
ট্যার চোখা বাদশাহই কেবল তাদের আলাদা অস্তিত্ব দেখতেন।
ঈশ্বরের দুত,মুলত তারা ছিলেন অভিন্ন।
একদিন এক শিক্ষক তার ট্যারা ছাত্রকে ডেকে বলেন,আমার জন্য ওই বোতলটি নিয়ে এসো তো
ছাত্র পাল্টা প্রশ্ন করে কোন বোতলটি আনব আমাকে নির্দিষ্ট করে দিন।শিক্ষক রেগে গিয়ে বললেন ওখানে তো দুটি বোতল নেই?ট্যারা দৃষ্টিতে দেখা বন্ধ করো এবং একটিকে দুটি বানিও না।হে শিক্ষক আমাকে তিরষ্কার করবেন না,ছাত্রটি বলে।উওরে শিক্ষক বলেন ঠিক আছে তাহলে তুমি একটি বোতল ভেঙে ফেল।
বোতল তো আসলে একটিই ছিল এবং যখন তা ভেঙে ফেলা হল তখন আর কিছুই রইল না।
ক্রোধ এবং কামস্পৃহা মানুষকে ট্যারা করে দেয়
ওরা আত্বাকে ঢেকে ফেলে কালো মেঘের আবরনে,সত্য হারিয়ে যায়। স্বার্থের বিষয় যখন প্রধান হয়ে দাড়ায় তখন নীতি হারিয়ে যায়।
হাজারো অবগুন্ঠন জেগে ওঠে হৃদয়ে এবং দৃষ্টির ওপর।
সম্পাদনাঃরাইসুল ইসলাম অভি