সারাদেশ

রামুতে রাবার বাগান কর্মকর্তার ওপর গুলিবর্ষণ

বাংলার কথা ২৪ বাংলার কথা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে গরু পাচারকারীদের গুলিতে রাবার বাগান কর্মকর্তা ছৈয়দ নূর গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোররাত ৩টার দিকে কর্মস্থল তৈলখোলা রাবার বাগান থেকে সাহরি খাওয়ার জন্য বাড়িতে আসার সময় তিনি গুলিতে আহত হন ।

আহত ছৈয়দ নূর (৪৭) ঈদগড় ইউনিয়নের করলিয়া মুরা গ্রামের বদরুজ্জামানের ছেলে। তিনি চিত্রনায়ক সোহেল রানার মালিকানাধীন রাবার বাগানের সুপারভাইজার পদে কর্মরত আছেন।

ছৈয়দ নূরের ভাই ছৈয়দ হোছাইন জানান, সাহরি খাওয়ার জন্য তিনি বাড়ি আসছিলেন। পথিমধ্যে মায়ানমার থেকে পাচার করে আনা চোরাই গরুর পাল দেখলে হাতে থাকা টর্চ লাইটের আলো নিক্ষেপ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গরু পাচারকারীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে চলে যায়।

গুলির বিকট শব্দে এলাকাবাসী এগিয়ে এসে ছৈয়দ আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। বুকে গুলি লাগায় অধিক রক্তক্ষরণ হয়। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার্থে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়জুর রহমান বলেন, এ ঘটনায় থানা অথবা ফাঁড়িতে এখনো কেউ অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।